শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে সুইডেন আওয়ামী লীগের দোয়া মাহফিল
নিউজডেস্ক
সত্যবাণী
সুইডেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সুইডেন আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করে স্টকহোমের স্পাইসি গার্ডেন রেস্টুরেন্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্হ্য,দীর্ঘায়ু ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার হায়দার।
সুইডেন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সহ-সভাপতি সিরাজুল হক খান রানা ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মাছুম বারী আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীদের নিয়ে কেক কেটে দেশরত্ন বিশ্ব শান্তির অগ্রদুত শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন করেন। ভিডিও সংযোগের মাধ্যমে সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ডক্টর ফরহাদ আলী খান প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আগত মুজিব আদর্শের ভাইদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার জুয়েল,প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতন, আন্তর্জাতিক সম্পাদক আবিদ খান, সহ প্রচার সম্পাদক আফছার আহমেদ, সমবায় সম্পাদক তারেক কামাল মোস্তফা, আপ্যায়ন সম্পাদক তপন ঘোষ, সহ সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হুসেন নীপা,সদস্য মাহামুদুর রহমান মীঠু, সিরাজ বেপারী,সুইডেন আওয়ামীলীগ নেতা মোকাফ্ফর হুসেন মন্টু,শাহিন আহমেদ, মুজাহিদ ইসলাম নওরোজ, রিফুজ আহমদ,বাবুল আহমদ, আবুল হোসাইন, জহিরুল হক, লাবু আহমদ, সুইডেন যুবলীগের অন্যতম নেতা মিজানুর রহমান মিজান, আমন আহমদ, শহীদুল্লাহ, নাসির আহমেদ, মামুন আহমদ ও প্রমুখ।
গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন কোটি জনতার আশা ভরসার শেষ ঠিকানা মমতাময়ী নেত্রী শেখ হাসিনা এই দিনে পৃথিবীতে এসেছেলেন বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে আলো দিশারি হয়ে, প্রানপ্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে সুইডেন আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিংয়ে সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ডক্টর ফরহাদ আলী খান।