মানবসেবা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

হবিগঞ্জ: মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে ৫ মে ২০২৪ইং রবিবার সন্ধ্যায় সংগঠনটির সবুজবাগস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মানবসেবা সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, সমাজকর্মী চৌধুরী নিয়াজ মোর্শেদ চৌধুরী, কবি ও গীতিকার এস ডি শিমুল, মিনহাদ আহমেদ চৌধুরী, সুমন রায়, রনি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০০৫ সালের ৫ মে প্রয়াত সমাজসেবক ডাঃ ফররুখ আহমেদ চৌধুরীর উদ্যোগে “ শান্তি – সেবা – সম্প্রীতি “ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালনের মাধ্যমে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, জেলার অর্ধশতাধিক স্কুল ও কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন, বিনামূল্যে অক্সিজেন সেবা, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ইত্যাদি নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে।

You might also like