মাফ চেয়ে জনতার কাতারে আসুন :সিলেটে গয়েশ্বর রায়

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ অতীত কর্মকা-ের জন্য আ’লীগকে ক্ষমতা ছেড়ে মাফ চেয়ে জনতার কাতারে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ১১ জানুয়ারি বুধবার দুপুরে সিলেটে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এ সময় তিনি আরো বলেন, সরকার ফ্যাসিবাদের যত উপকরণ আছে সব জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে।গণঅবস্থান কর্মসূচিতে তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।কর্মসুচিতে বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ছাগল, গরু, রিজার্ভ চুরিসহ সব চুরির সাথে আ’লীগ জড়িত। আ’লীগ এখন সব চোরের নিরাপদ আশ্রয়স্থল।এরআগে বুধবার বেলা সাড়ে ১১টায় বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে সিলেটে শুরু হয় বিএনপির গণঅবস্থান কর্মসূচি। নগরির ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ কর্মসূচি পালিত হয় বিকেল ৩টা পর্যন্ত। বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।

You might also like