মার্কেটগুলোর নিরাপদ প্রত্যাবর্তনের পরিকল্পনা
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ ক্রেতা এবং বিক্রেতাদের সুরক্ষামূলক নির্দেশিকা যথাযথ অনুস্মরণ করা সাপেক্ষে ১ জুন সোমবার থেকে আউটডোর মার্কেটগুলো আবারও খুলতে পারে বলে সরকার ইঙ্গিত দিয়েছে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের উল্লেখ করে বলা হয়, নিরাপদ উপায়গুলো খোঁেজ বের করার লক্ষ্যে কাউন্সিলের অফিসাররাও কিছু সময়ের জন্য মার্কেটগুলো পুণরায় চালু করার পরিকল্পনা করছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছ্ েএবং এটি স্পষ্ট যে, স্বল্পমেয়াদে চালু হলেও আমাদের মার্কেটগুলো দেখতে ও ব্যবহারে অনেকটাই আলাদা মনে হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেটের স্টল মালিক বা ট্রেডারদের এমন পরিকল্পনা তৈরী করতে বলা হচ্ছে যাতে করে তারা নিরাপত্তার সাথে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারেন। এব্যাপারে কাউন্সিল অফিসাররা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছেন। যে ব্যবসায়িরা তাদের ব্যবসা পরিচালনায় যথাযথ পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হবেন, তাদেরকে ব্যবসা পুণরায় চালু করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিস্তারিত সকল তথ্য জানতে হলে ভিজিট করুন – www.gov.uk/government/news/prime-minister-sets-out-timeline-for-retail-to-reopen-in-june