মুক্তিযাদ্ধা জাহাঙ্গীর আব্দুল্লাহ’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: নর্থ ইংল্যান্ডের ডেভনে বসবাসকারী বীর মুক্তিযাদ্ধা ইন্জিনিয়ার জাহাঙ্গীর আব্দুল্লাহ আর নেই। গত ১৪ জুলাই বৃহস্পতিবার তিনি ডেভন হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল ১৫ই জুলাই শুক্রবার এক্সিটার মসজিদে নামাজে জানাযা শেষে এক্সিটার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নামাজে জানাযায় বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার, কমিউনিটি নেতৃবন্দ ও রাজনীতিবীদসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।মরহুমের গ্রামের বাড়ি ছিল ওসমানী নগর উপজেলার বুরুঙ্গায়।

ইন্জিনিয়ার জাহাঙ্গীর আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াদুদ মুকুল, এক্সিটারেরর কমিউনিটি নেতা মাহবুব বিন নাজির ও জাকির হোসেন প্রমূখ।

You might also like