মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউরের জীবনাবসান

সিলেট করেসপন্ডেন্ট
সত‍্যবাণী

সিলেট: একাত্তরের রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আতাউর রহমান আর নেই। আজ ১২ এপ্রিল সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র ও পুত্রবধুসহ অনেক আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার স্থানীয় সময় বাদ এশা সৈয়দপুর ঈশানকোনা হালিছাড়া মাটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত এই মুক্তিযোদ্ধা।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর গ্রামের সন্তান সৈয়দ আতাউর রহমান ষাটের দশকে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে তাঁর গণতান্ত্রিক-রাজনৈতিক কর্মকান্ড  শুরু করেন। এই দীর্ঘ ছয় দশক ধরে বাঙ্গালী জাতীয়তাবাদের আদর্শ ধারন করে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে রাজনীতির মাটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত অমায়িক ও বন্ধুবৎসল সৈয়দ আতাউর রহমান সৈয়দ আতাউর নামেই বন্ধু মহলে পরিচিত ছিলেন।

সিলেটের এম সি ইন্টারমিডিয়েট কলেজে প্রথম ছাত্রলীগ গঠন করলে সৈয়দ আতাউর এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির সভাপতি ছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। অতঃপর জেলা পর্যায় পেরিয়ে সৈয়দ আতাউর যাথাক্রমে যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামন্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন।

জনাব সৈয়দ আতাউরের মৃতু‍্যতে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে সকলের মধ‍্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

You might also like