মুশফিক বল করতেন ইংল্যান্ডের সেরা পেসারের মতো!
অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ফলে খুব কাছ থেকেই নিজেদের দেখেছেন। একটা সময় এই মুশফিকুর রহিম ছিলেন পেস বোলার! বোলিং অ্যাকশনও ছিল ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের মতো। শনিবার রাতে তামিম ও মুশফিকের ইন্সটাগ্রাম লাইভ আড্ডা থেকেই জানা গেলো এসব তথ্য।
মুশফিকের পেস বোলিং প্রসঙ্গ প্রথমে তোলেন তামিম-ই, ‘অনেকেই জানে না, তুই নাকি হার্মিসনের স্টাইলে পেস বোলিং করতি?’ মুশফিক হেসে জবাব দেন, ‘হ্যাঁ, পেস বোলিং করতাম।’
এরপর মুশফিক যোগ করে বলেছেন, ‘‘বোলিং করতাম কারণ, তখন চেষ্টা করতাম যতদিক থেকে অবদান রাখা যায়। কিপিং সেভাবে করতাম না। একটা ম্যাচে মূল উইকেটকিপার চোটে ছিল। তখন উইকেটকিপিং করি। ওখান থেকে ভালোবাসাটা শুরু (উইকেটকিপিংয়ের)। তার আগে আমি বোলারই ছিলাম। যেটা বললি, এই উচ্চতায় পেস বোলার এটা খুবই অপ্রচলিত। আমি যখন বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দেই, তখন স্যাররাও বলেছিলেন, ‘এই উচ্চতায় পেস বোলার, পাগল নাকি তুমি? তুমি যেটা করছো, সেটা কর।’ মানে ব্যাটিং।’’
আরও অনেক অদ্ভুত সব তথ্য জানা গেলো এই আড্ডার সুবাদে। মুশফিকুর শুরুতে বিকেএসপিতে ভর্তি হতে চেয়েছিলেন ব্যাডমিন্টনে। তখন ব্যাডমিন্টন না থাকায় পরে ক্রিকেট-ফুটবল দুটোতেই সুযোগ পান। কিন্তু বেছে নেন ক্রিকেট। শৈশবের সেই দিনগুলোর কথা মনে করে মুশফিক বলেছেন, ‘আমার আসলে ক্রিকেটের চেয়েও বেশি প্রিয় ছিল ব্যাডমিন্টন। অনেক ভালো লাগত। কিন্তু তখন বিকেএসপিতে ব্যাডমিন্টন ছিল না। আমি ক্রিকেট ও ফুটবল, দুটোতেই সুযোগ পেয়েছিলাম। পরে ক্রিকেটেই গেলাম। লারা আমার প্রিয় ছিল খুব, তার মতো ব্যাটিং করতে ইচ্ছে হতো। আমার ভাইরাও সব ক্রিকেট খেলতো। সব মিলিয়ে ক্রিকেটেই গেলাম।’