যুক্তরাজ্যে ঈদুল আজহা উদযাপিত
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বুধবার, ২৮শে জুন লন্ডনসহ দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল আজহা’র নামাজ আদায় করেন।
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোষাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের সমাবেশ, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ।
সাধারণত দেশে কোরবানি দিলেও প্রবাসীদের অনেকে এখানেও কোরবানি দিয়েছেন। ব্রিকলেন ও ইষ্ট লন্ডন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে একঘন্টা পর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ দুটো মসজিদেই মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন।