যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক আবদুস শহীদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক  আবদুস শহীদ (৭২) ৮ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিউইয়র্কের এলআইজে হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবদুস শহীদ লিভারের অসুখে দীর্ঘদিন থেকে ভুগছিলেন। কয়েকসপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। গত সপ্তাহ থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। ৮ এপ্রিল তিনি হাসপাতাল ত্যাগ করার কথা ছিল। কিন্তু সেদিন তিনি পরপারে পাড়ি জমান।
গত ৯ এপ্রিল রোববার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা  শেষে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম করবস্থানে তাঁকে সামাহিত করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামে জন্ম নেয়া আবদুস শহীদ স্বাধীনতা পরবর্তী তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন। প্রায় তিন দশকের প্রবাস জীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাছে তিনি জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র সুনামগঞ্জ  জেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং উপদেষ্টা আবদুস শহীদ উত্তর আমেরিকা প্রথম আলোর নিয়মিত লেখক ও সংগঠক ছিলেন। দেশের পত্রপত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। নিউইয়র্কের জনসমাজের কাছে একজন বিনয়ী এবং আত্মপ্রচার বিমুখ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন  শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দেয়া ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক মাহমুদ খান তাসের, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সংগঠক মারুফ চৌধুরী, লেখক সাংবাদিক রহমান মাহবুব, শেলী জামান খান, মনিজা রহমান, এইচ বি রিতা, রওশন হক, মনজুরুল হক, রোকেয়া দীপা, সোহানা নাজনীন, ফরিদা ইয়াসমীন, রুদ্র মাসুদ, মুকুল হক, মাহমুদুল চৌধুরী, সৈয়দ উতবা, এম আর ফারজানা প্রমুখ। উল্লেখ্য, লেখক আবদুস শহীদ হলেন লন্ডন প্রবাসী কবি সাংবাদিক হামিদ মোহাম্মদের ভায়েরা ভাই।

You might also like