৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউ কে’র দ্বৈত শতবার্ষিকী কর্মসূচির সমাপনি অনুষ্ঠান
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউ কে’র চারমাসব্যাপী দ্বৈত শতবার্ষিকী কর্মসূচির সমাপনি উৎসব হবে ৩০ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার ভ্যানুতে।
১৯২১ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ১লা জুলাই একটি বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মাধ্যমে এই কর্মসূচীর যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ৩১শে জুলাই এবং ১৩ই আগস্ট দুটি আন্তর্জাতিক ভার্চ্যুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ই সেপ্টেম্বর একটি মেগা অনুষ্ঠানের মাধ্যমে তিনমাস ব্যাপী এই কর্মসূচীর সমাপ্তি হওয়ার কথা ছিল। কিন্তু রাণী দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের ১১ই সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করে ৩০ অক্টোবর সমাপনি মেগা অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হয়েছে।