রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনো একজনের নির্দেশে। এর মধ্যে স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, ‘স্থানীয় ইবনে মাসউদ নামের একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তাদের একজনের নাম আবু বকর। অন্যজন হচ্ছে নাহিদ। এছাড়াও আলামিন ও ইউসুফ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। উস্কানীদাতা চিহ্নিত। তবে ঘটনাটি হেফাজতের নেতাদদের উস্কানিততে হয়েছে কিনা, তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় যেই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

You might also like