রানিকে শ্রদ্ধা জানাতে ৮ কিলোমিটারের দীর্ঘ লাইন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ জড়ো হয়েছে লন্ডনে। সেখানে মানুষের ৮ কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) রানিকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।  

ব্রিটেনের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রানিকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম ছয় ঘণ্টা পর্যন্ত স্থগিত থাকবে।

দয়া করে এটি শুরু না হওয়া পর্যন্ত আর কেউ এতে যুক্ত হবেন না।

রানিকে শ্রদ্ধা জানাতে মধ্য দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথওয়ার্ক পার্ক থেকে ওয়েস্টমিনস্টার হল পর্যন্ত আট কিলোমিটারের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

যেখানে সোমবার সকালের আগে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাবে।

ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন লন্ডনের বাসিন্দা হাইসিন্থ আপা। তিনি বলেন, আমার হাঁটুতে বা পায়ে ব্যথা নেই। এখানকার মানুষগুলো চমৎকার। ভালোই সময় কাটছে।

You might also like