রানির সম্মাননায় ভূষিত এবার ১৯ জন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটিশ সাম্রাজ্যের রাণী এলিজাবেথ এর জন্মদিনে প্রতিবছরের মত, এই বছর ব্রিটিশ সমাজে বিভিন্ন স্থরে নিজ নিজ কর্মে, সৃজনে, অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১০৩৪ জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভুত দুই সংগঠন সহ মোট ১৯ জন ওবিই, এমবিই সহ নামা সন্মাননায় ভূষিত হয়েছেন। তাঁরা হলেন- মুনিম আহামেদ , রোজিনা আহামেদ, ডঃ রিজওয়ান আহামেদ-ম্যানচেস্টার, তারিক আলী- ওয়েস্ট মিডল্যান্ড, মোহাম্মদ আসাদ-ওসল বার্মিংহাম, নাজমা খালিদ- ওল্ডহ্যাম, বদরুন্নেসা পাশা- বার্মিংহাম, আনোয়ার উদ্দীন, রোকসানা ইয়াকুব, মোহাম্মদ আলী-প্রেস্টন, ইবরার আলী – ব্রাডফোর্ড, রোকেয়া মিয়া, আমজাদ হোসাইন – লিডস, অলিউর রহমান, আশফাক সিদ্দিক-আব্দুল ওয়াকিল, নাদিয়া সামদানী, আব্দুল হাই, আফিয়া চৌধুরী এবং সংগঠন হিসাবে
নাটকের দল পূর্বানাট – বার্মিংহাম ও বিসিএস মাল্টিকালচার সার্ভিস – ইপ্সউইচ।
উল্লেখ যোগ্য যে, বদরুন্নেসা পাশা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে প্রবাসে জনমত গঠনে ও তহবিল সংগ্রহে তাঁর ছিল এক উল্লেখযোগ্য ভুমিকা। প্রবাসে মুক্তিযুদ্ধের এক সোনালী নাম বদরুন্নেসা পাশা। তাঁর এই সন্মান প্রাপ্তিতে সাধারণ মানুষ খুবিই উচ্ছ্বসিত।
অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশি কোন নাট্যসংগঠন হিসাবে প্রথমবারের মতো এই বিশেষ সন্মাননা ও একটি উল্লেখযোগ্য ঘটনা।