‘রেইজ দ্য ব্যাট’ সিরিজ সামনে রেখে আইসোলেশন শেষে মাঠে হোল্ডাররা

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডে পা রাখার পর ম্যানচেস্টারের টিম হোটেলে আইসোলেশনে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল।১৪ দিনের সেই আইসোলেশন শেষ হয়েছে সোমবার।এবার শুরু হচ্ছে মাঠের প্রস্তুতি।মঙ্গলবার থেকে ম্যানচেস্টারে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।একই দিনে ইংল্যান্ডের নানা প্রান্ত থেকে ইংলিশ ক্রিকেটাররা পৌঁছে যাবে প্রথম টেস্টের ভেন্যু সাউথ্যাম্পটনে। সেখানে যাওয়ার পর সবারই কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত হোটেল রুমে আইসোলেশনে থাকবেন সবাই।ইংলিশদের অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার থেকে।দুই গ্রুপে ভাগ হয়ে চলবে অনুশীলন। এক দল মাঠে নামবে সকালে,আরেক দল বিকেলে। আগামী ১ জুলাই থেকে

নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সেই ম্যাচের পর ঘোষণা করা হবে প্রথম টেস্টের স্কোয়াড।তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৮ জুলাই। করোনাভাইরাস দুর্যোগে সামনের সারির যোদ্ধাদের সম্মান জানাতে এই টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘রেইজ দা ব্যাট’ সিরিজ। প্রথম টেস্টের আগের দিন ইংলিশ ক্রিকেটারদের অনুশীলনের পোশাকে খোদাই করা থাকবে ডাক্তার, নার্স, শিক্ষক, সামাজিক কর্মী থেকে শুরু করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের নাম। তাদের নাম বাছাই করবে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলি।

You might also like