লন্ডনের টাওয়ারহ্যামলেট কোভিড -১৯ ফুড হাব ত্রাণ তহবিলে সুন্দরবন ফাউন্ডেশনের ত্রান হস্তান্তর

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনা ভাইরাসের বিরুপ প্রভাবে বিশ্ববাসী আজ আতংকিত ক্ষতিগ্রস্থ।এই মহামারি কারোনা অসংখ্য মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।কর্মহীন বেকার ও বিপদগ্রস্থ ঐ সব মানুষের পাশে সহযোগীতা নিয়ে দাড়ানোর জন্য লন্ডনের টায়ারহামলেট কাউন্সিলের পক্ষ থেকে গঠন করা হয়েছে কোভিড ১৯ ফুড হাব।শেডওয়েল এলাকায় কাউন্সিলের এই ফুড হাব ত্রাণ তহবিলে সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে ত্রান প্রদান করা হয়েছে।গত রোববার “দারুল উম্মা”র তত্ত্বাবধানে ত্রান হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর আবদাল উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ারহ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স।অনুষ্ঠানে অন্নান্নদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম।কাউন্সিলর সাবিনা আক্তার ,কাউন্সিলর আসমা ইসলাম ,কাউন্সিলর এহতেশামুল হক ,কাউন্সিলর ফারুক মিয়াঃ ,কাউন্সিলর আহবাব হোসেন,ডাঃ আর্তি গার্গ ,ডাঃ রাবিয়া মালিক,দারুল উম্মা’র প্রধান কোডিনেটর খাইরুল শহীদ প্রমুখ।

মেয়র জন বিক্স বলেন এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে তাদের মাঝে যারা সত্যিকারার্থে অভাবগ্রস্থ।তিনি সুন্দরবন ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়ে বলেন এর ধারাবাহিকতা সমাজে অব্যাহত রাখতে পারলে করোনা যুদ্ধে আমরা জয়ী হতে পারবো।
সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম বলেন , পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। করেনায় আক্রান্ত হলেই ভয় পেতে হবে না। নিয়ম মেনে চিকিৎসা নিলে আক্রান্ত প্রায় সবাই সুস্থ হতে পারেন। এ ভাইরাস থেকে পরিত্রাণ পেতে সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্য বিভাগের দেওয়া অন্যান্য নিয়মকানুন মেনে চলা এবং যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে টাওয়ারহ্যামলেটের নির্বাহী মেয়র জন বিক্স এর হাতে ত্রান হস্তান্তর করেন সংঘটনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম।এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাধারণসম্পাদক সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, সংগঠনের সাবেক সাধারণসম্পাদক নাহীদ নেওয়াজ রানা ও সাগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ সুমন।

You might also like