লন্ডনে কমে আসছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ লকডাউন শিথিলের পর প্রথমবারেমত ২৪ ঘন্টার মধ্যে (গত সোমবার) লন্ডনের কোথাও করোনায় আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী ধরা পড়েনি। এতে করে নতুন করে আশার ঝিলিক দেখছে সরকার।ফেব্রুয়ারীতে করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের রাজধানী লন্ডন ছিলো হটস্পট।সোমবার লন্ডন এবং ইস্ট ইংল্যান্ডের কোথাও করোনাআক্রান্তের রেকর্ড পায়নি স্বাস্থ্য বিভাগ। এতে অতি উৎসাহিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পিএইচই হেলথ এর প্রধান। তিনি বলেন, এর অর্থ এই নয় যে মহামারিটি শেষ হয়ে যাচ্ছে।স্বাস্থ্য বিভাগ জানায় লন্ডনে রবিবার আক্রান্ত হন ১৯, শনিবারও ১৯জন আক্রান্ত হয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার ৭৭ জন এবং শুক্রবার ৫৩জন আক্রান্ত হন।মঙ্গলবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান অফিসের সূত্রমতে ১৩ মে পর্যন্ত লন্ডনে করোনায় মৃত্যু করেছেন ৫৯৯৩জন।

You might also like