লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী কোরআনে হাফেজের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: লন্ডনের একটি খাল থেকে একজন ব্রিটিশি বাংলাদেশী কোরআনে হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৬ নভেম্বর শনিবার সকাল ৮.৪৫ মিনিটে পূর্ব লন্ডনের লাইফহাউস খালের পাশের নেভিগেশন রোড থেকে উদ্ধার করা হয় ব্রিটিশ বাংলাদেশী কোরআনে হাফেজ মোহাম্মদ আকিল মেহেদীর লাশ। তাঁর বয়স ২২ বছর। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন) । হাফিজ মেহদী ইজিপ্ট থেকে কোরাআনে হিফজ শেষ করে সম্প্রতি লণ্ডন ফিরে আসেন।

তাঁর একজন ওস্তাদ জানিয়েছেন, মেহদী গত তারাবীহর সময়ে ফিন্সবারী একটি মসজিদে তারাবিহ নামাজও পড়িয়েছেন। অত্যন্ত সুরেলা গলা ছিলো তাঁর।

হাফেজ আকিল মেহদীর মা একজন কোরআনের শিক্ষক ছিলেন। তার পরিবার নর্থ লণ্ডনে ফিঞ্চলি এলাকায় থাকেন। তবে জানা গেছে, হাফেজ আকিল তার বোনের সাথে অল্ডগেইটে থাকতেন । কিভাবে তিনি মারা গেছেন বা তাঁর মরদেহ কেনো ব্রোমলি বাই বোতে পাওয়া গেছে এখনো এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

হাফেজ মোহাম্মদ আকিল মেহেদীর মৃত্যুতে কমিউনিটিতে গভীর আতংক তৈরি হয়েছে। সেই সাথে শোকাহত হয়েছেন সবাই।

You might also like