লন্ডনে মদন মোহন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের মতবিনিময়

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ইংল্যান্ডে বসবাসরত মদন মোহন কলেজ এর অ্যাকাউন্টটিং এবং ম্যানেজমেন্ট অনার্স বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক মত বিনিময় সভা গত রবিবার পুর্ব লন্ডনের স্হানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।মদন মোহন কলেজ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি এ্যালাম্নি এসোসিয়েশন ইউকে এর ব্যানারে আয়োজক অনার্স ২য় ব্যাচের ছাত্র নুরুল ইসলাম জাবের এবং আফসারুজ্জামান পারভেজের সার্বিক সহযোগিতায় এবং আতিকুর রহমান লিটন এর প্রানবন্ত উপস্হাপনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরান তেলাওয়াত করেন খুরশেদ আলম রিকু অনার্স ১ম ব্যাচের ছাত্র অলিউর রহমান, রেদওয়ান আহমেদ সুহেল ও আখতারুজ্জামান উজ্জ্বল সহ প্রায় ৪০ জন প্রাক্তন ‌ছাত্র ছাত্রী ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে এসে উক্ত অনুষ্ঠানে উপস্হিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন নুরুল ইসলাম জাবের উনার স্বাগত ভক্তিতায় ভবিষ্যতে একটি বড় পরিসরে মিলন মেলা করার প্রস্তাব করেন

উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রীগন উল্লেখিত প্রস্তাবে সম্মতি প্রদান করেন এবং ইংল্যান্ডে বসবাসরত অন্যান্য ছাত্র ছাত্রীদের সন্ধান করে সবার সাথে সমন্বয় সাধন করার লক্ষ্যে কয়েকজন সদস্যদের এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন বাংলাদেশস্ত আমাদের কলেজের তারাপুর ক্যাম্পাসের ইনচার্জ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক জয়ন্ত দাস এবং অ্যাকাউন্টটি বিভাগের প্রধান অধ্যাপক মো: মন্জুর হোসেইন ভিডিও কলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সম্পৃক্ত হন এবং এমন উদ্যোগের ভুয়সি প্রশংসা করেন

You might also like