লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রদীপ প্রজ্বলন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই দেশীয় রাজাকার আলবদর আল শামস বাহিনী, হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিস্বত্বা বিনির্মাণের পথে এক অন্ধকার এঁকে দিয়েছিল তারা। বাংলাদেশে তারাই ধারাবাহিকতা আজ ও বিদ্যমান বলে ,শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তারা বলেন ।১৪ই ডিসেম্ভর শহীদ বুদ্ধিজীবী দিবসে ,১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মত লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে, যুক্তরাজ্য ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে।