লিভারপুল বাংলা প্রেস ক্লাব ইউ.কে এর আয়োজনে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

ফখরুল আলম
সত্যবাণী

লিভারপুল :- বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে লিভারপুল বাংলা প্রেসক্লাব “প্রবাসে সাংবাদিকতা এবং গনমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আলম ও আবু সাঈদ চৌধুরী সাদি‘র যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় লিভারপুল, সাউথর্পোট সহ বিভিন্ন এলাকার কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন।

সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাব্বির আহমেদ। সভায় সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা সহ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়েশা ওয়েলফেয়ার ট্রাষ্ট্রের সিইও ইউসুফ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জসিম উদ্দিন, ব্যবসায়ী কাশেম উদ্দিন, মাসুক আহমেদ মেম্বার, লিভারপুল বাংলা প্রেসক্লাব এর সহ সভাপতি কবি রফিক, ট্রেজারার আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, মিজানুল হক মিজান, নাজমুল হাসান, কাউছর, নজির আলী, তবারুক আলী তবই, জাহাঙ্গির, সাহাব উদ্দিন, সোনাফর আলী, আব্দুল মুকিত বাবুল, রিপন, মান্না, আরজু মিয়া, প্রমুখ।সভায় অতিথিরা প্রবাসে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জের পাশাপাশি বিভিন্ন সংকট ও সমস্যার কথা তোলে ধরেন। প্রবাসে সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশকে তোলে ধরার ও আহবান জানান অতিথিরা।আলোচনা সভাশেষে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরী করা লাল সবুজের কেক কেটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান বিজয়ের ৫০ বছর উদযাপন করা হয়েছে।

You might also like