শরতের শেষ লগ্নে বৃষ্টিস্নাত সিলেট

নিউজ ডেক্স
সত্যবাণীঃ মৌসুমি বায়ু বিদায় নেয়ার ঠিক আগে আগে বৃষ্টিতে ভিজছে সিলেট। দু’দিন থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। ৫ অক্টোবর বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল।
বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘে ঢাকা। সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ৬ অক্টোবর শুক্রবারও সিলেটের বিভিন্নস্থানে হতে পারে বৃষ্টি। শনিবারও এর রেশ থাকতে পারে।
You might also like