শাবিতে সৈয়দ মুজতবা আলী হলের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সিলেট’র ছাত্রদের জন্য নির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি’র ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট জানিয়েছেন, গত শনিবার থেকে হলের বর্ধিতাংশে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে। ৩ সেপ্টেম্বর শনিবার থেকে হলে শিক্ষার্থীরা ওঠতে পারবেন।হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হলের সৌন্দর্যবর্ধনে চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।

You might also like