শুভ জন্মদিন নগরবাউল মাহফুজ আনাম জেমস

নিউজডেস্ক
সত্যবাণী

বিনোদনঃ তার উদাত্ত কন্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে আছে তিন প্রজন্মের শ্রোতারা। নদীমাতা বাংলার পলিজমা চাদরে জন্ম নিয়ে বাংলার লোকগান ও পাশ্চাত্যের রক সংগীতের এক অপুর্ব সংমিশ্রণে সৃষ্টি করেছেন বাংলাগানের এক নতুন অধ্যায়।আজ তারই ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের ২ অক্টোবর নঁওগায় জন্মগ্রহণ করেন নগরবাউলখ্যাত জেমস।১৯৮৯ সালে অনন্যা এলবামের মধ্য দিয়ে পদার্পন করেন অডিও ইন্ডাস্ট্রিতে। ভিন্নধর্মী গানের জন্য তরুন শ্রোতাদের নজর করলেও জেমসের টিকে থাকার লরাই শেষ হয় ১৯৯৭ সালে মুক্তি পাওয়া দুখিনী দুঃখ করোনা এলবামের মধ্য দিয়ে।

একে একে সৃষ্টি করেন তারায় তারায়, লেইস ফিতা লেইস, সুলতানা বিবিয়ানা, যাত্রা, সুস্মিতার সবুজ ওড়না, হারাগাছের নুরজাহান, মিরাবাই, দুস্টু ছেলের দল, বিজলী, দিদিমনির মত আকাশচুম্বী জনপ্রিয় অসংখ্য গান।দুই বাংলা কাপানোর পর হিন্দি সিনেমায় গান গেয়ে পান আন্তর্জাতিক খ্যাতি। জেমসের গাওয়া একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে অনন্যা (১৯৮৮), পালাবি কোথায় (১৯৯৫), দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭), ঠিক আছে বন্ধু (১৯৯৯), আমি তোমাদেরই লোক (২০০৩), জনতা এক্সপ্রেস (২০০৫), তুফান (২০০৬)।২০০৮সালে মুক্তি পাওয়া কাল যমুনাই ছিল জেমসের সর্বশেষ এলবাম। কপিরাইট ইস্যু আর পাইরেসির বিরুদ্ধে প্রতিবাদ করে অডিও ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে হাতেগোনা কয়েকটি প্লেব্যাক আর নিয়মিত কন্সার্ট এই নিয়েই সুরসাগরে ডুবে আছেন বাংলা গানের উজ্জ্বলতম তারকা জেমস।

You might also like