সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে
সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনিদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র পরিচালানা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। পূর্ব লন্ডনের ‘দ্য টি রেভ্যুলেশনে’ অনুষ্ঠিত সভায় সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপনকে বড়ো পরিসরে আয়োজনের পাশাপাশি নতুন বছরের সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী এর সভাপতিত্বে ও সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন – ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সুপ্রতিম দেব, এম এ আল হাদি, জাহানারা পলি, লাবনী রেজা, ঝুমুর দত্ত, শাফকাত সাঈদ, কামরুন্নাহার মেডোরা, মোহাম্মদ কিবরিয়া, মিনারা জেসমিন, রিয়াদ আসিফ ও অন্যান্যরা।