সদর সাব-রেজিস্ট্রার বদলিঃ বিদায় সংবর্ধনা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের জেলা রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমান বলেছেন, সিলেট সদর সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান নম্র-ভদ্র-বিনয়ী ও বিচক্ষণ একজন অফিসার। সুনামের সাথে তিনি সিলেটের মতো গুরুত্বপূর্ণ অফিসে কাজ করেছেন। এটাই একজন সরকারি কর্মকর্তার গুণ হওয়া উচিত। যে জায়গায়-ই তিনি যান না কেন, অত্যন্ত সুনামের সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি।
২৩ অক্টোবর সোমবার বিকেলে সদর সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে রেজিস্ট্রেশন পরিবার সিলেটের পক্ষ থেকে সদর সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমানের বদলি উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমান-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবীশ এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নিজাম আল দ্বীনের পরিচালনায় সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আহাদুর রহমান, জকিগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুস সালাম, কোম্পানীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার আখলাকুর রহমান, বিশ্বনাথ উপজেলার সাব-রেজিস্ট্রার মিছবাহ উদ্দিন, প্রধান সহকারী আব্দুল মোতালিব, সদর সাব-রেজিস্ট্রার সহকারী আব্দুল মালিক, সদর অফিসের মোহরার আতিকুর রহমান, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মাহমুদ আলী, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সায়েক, সাবেক সাধারণ সম্পাদক হাজী কুতুব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান জিলু, আবুল হাসনাত, সাবেক কোষাধ্যক্ষ আকের হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মুকুল, দলিল লেখক সালমান আহমদ, নকলনবীশ এসোসিয়েশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুহিত খান, সদর অফিসের মোহরার শিরিন বেগম, আফিয়া বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, খাইরুল ইসলাম, মাসুক আলী, আব্দুল বাসিত, রেকর্ডকিপার আব্দুল মুক্তাদির হেলাল, আমিনুর রশিদ, সামছুল ইসলাম, জামিল, ফয়ছল, আব্দুর রব, এএসএম নোমান, সাইফুল, জুনেদ, ইফতেখার, মাহতাব, মনি, কুলছুমা প্রমুখ।