সভাপতি বাবুল, সম্পাদক হক সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর রহমান বাবুল সভাপতি ও আব্দুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার সমিতি ভবনে ৫টি পদে সরাসরি ভোট হয়। বাকি ১০টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবী মো. শামছুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দু’জন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক।ভোট গণনা শেষে রাত ৯টায় তাঁরা ফল ঘোষণা করেন।সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, তৈয়বুর রহমান বাবুল ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্ধী সৈয়দ শামসুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল হক পেয়েছেন ১২৭ ভোট এবং তাঁর নিকট প্রতিদ্বন্ধী মো. শেরে নূর আলী পেয়েছেন ১২০ ভোট।যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নুরুল আলম ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকট প্রতিদ্বন্ধী অশোক গোস্বামী পেয়েছেন ১৩২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল খালেক পেয়েছেন ১০৩ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খোরশেদ আলম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্ধী জয়শ্রী দেব পেয়েছেন ১৪৩ ভোট।বিনা প্রতিদ্বন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি নানু মিয়া ও গৌরাং পদ দাস, অর্থ সম্পাদক নেছার আহমদ, পাঠাগার সম্পাদক জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদীন, বিমান কান্তি দাস, আফিজ মিয়া ও শাহীনুর রহমান শাহীন।

You might also like