সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বিটিভি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, রেডিও, অনলাইনে এ ভাষণ সম্প্রচার করা হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ।এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।তৃতীয় মেয়াদের শুরুতে মন্ত্রীসভা গঠনে শেখ হাসিনা চমক দেখিয়েছেন। দলের প্রভাবশালী নেতাদেরকে বাদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের দিয়ে একটি মন্ত্রীসভা গঠন করেন।বিগত তিন বছরে আ’লীগ সরকার একটি কঠিন সময় পার করেছে। এর মধ্যে দুই বছরই করোনা মোকাবেলা করতে হয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও করোনা মোকাবেলায় শেখ হাসিনার নীতি, কর্মকৌশল এবং দূরদর্শিতা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

এ তিন বছরে নানা সমালোচনার পরও শেখ হাসিনা তার সিদ্ধান্তে অটল থেকেছেন। মন্ত্রীসভার সদস্যদের ব্যর্থতার দায়ভার দেশবাসীকে মোটেও বুঝতে দেননি। যেখানে তিনি ব্যর্থতা, অদক্ষতা পেয়েছেন সেখানে নিজে দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।তিন বছরে আওয়ামী লীগ সরকার তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পেরেছে। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেলের মত বড় বড় প্রকল্পগুলো এখন দৃশ্যমান। এই সবকিছুই বর্তমান বছরে দৃশ্যমান হবে। আর এই প্রকল্পগুলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য ট্রাম্পকার্ড হবে বলেও বিভিন্ন মহল মনে করছেন।এই তিন বছর পূর্তিতে শেখ হাসিনা কী চমক দিবেন পুরো দেশ তার জন্যই অপেক্ষা করছে।

You might also like