সরকারের সমালোচনা করাকে রুটিন ওয়ার্কে পরিণত না করার আহ্বান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সরকারের সমালোচনা করাকে রুটিন ওয়ার্কে পরিণত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যকালে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,অভিন্ন শত্রু কোভিড-১৯ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরও ঘনীভূত করবে।বিএনপিতে সমন্বয় নেই এমন অভিযোগ করে কাদের বলেন, বিএনপি নেতার অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বের হতে পারছে না। তারা নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্র সমন্বয় আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতোমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি সরকারের ভালো কাজ দেখতে পায় না। তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।