সহযোগিতা চাওয়ার ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস বাধা হওয়া উচিত নয়
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের এই বারায় বসবাসকারী লোকজন সারা বিশ্বের নানান দেশ থেকে এখানে এসেছেন – যা নিয়ে আমরা গর্বিত।কেউ কেউ যুক্তরাজ্যের নাগরিক হয়ে ওঠেছেন, অনেকের রয়েছে স্থায়ীভাবে বসবাসের অনুমতি। তবে অসংখ্য লোক রয়েছেন যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস বা অভিবাসন স্থিতি হচ্ছে অস্থায়ি বা সাময়িক।এর ফলে তারা সাধারণত সরকার বা কাউন্সিলের কাছ থেকে আর্থিক ও অন্যান্য সহায়তা পান না।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাসটি কোন বৈষম্যমূলক আচরণ করছেনা এবং আমরাও করি না। মহামারী মোকাবেলায় আমাদের সকল প্রচেষ্ঠা সম্পর্কে জানতে এবং আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যা-ই হোক না কেন,আপনার জন্য কী ধরনের সহায়তা দেয়া হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/coronavirus) ভিজিট করুন।