সাংবাদিক ও রাজনীতিক রনেশ মৈত্র আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকা: বিশিষ্ট রাজনীতিক,  ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, ঐক্য ন্যাপের সভাপতিমন্ডলীর সদস্য, পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রনেশ মৈত্র মারা গেছেন। ৮৯ বছর বয়সে মৃত্যু হলো এ প্রথিতযশা সাংবাদিকের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি।

রনেশ মৈত্র ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলায় তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা রমেশ মৈত্র ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ১৯৫০ সালে জিসিআই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

একজন সাংবাদিক, কলামিস্ট, ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছেন রনেশ মৈত্র। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঐক্য ন্যাপের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক সত্যযুগ, দৈনিক সংবাদ, দ্য ডেইলি মর্নিং নিউজ ও দৈনিক অবজারভারে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। তিনি দ্য ডেইলি নিউ নেশনের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

You might also like