সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ইউ কে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ
ছায়ফুল আলম লেমন
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট কলাম লেখক সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউ কে বিডি টিভি পরিবারেরপক্ষে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও বৃষ্টলবাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন,ইউ কে বিডি টিভি.কম এর সম্পাদককাওছারুল আলম রিটন, ইউ কে বিডি টিভি.কম এরনির্বাহি সম্পাদক ও বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, ইউ কে বিডি টিভি.কম এর বার্তা সম্পাদক শাহজাহানমিয়া, ইউ কে বিডি টিভি.কম এরসহ বার্তা সম্পাদক ও অনলাইন প্রেসক্লাব মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন প্রমুখ।এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীরসমবেদনা জানিয়ে বলেন তিনি ছিলেন সাংবাদিকতা জগতের এক উজ্জল নক্ষত্র। যার লেখনিতে সবসময় ফুটে উঠতো সত্য ওন্যায়ের বাণী।যিনি আমৃত্যু তার কলম চালিয়েছেন সত্যের পক্ষে।সৎ ও সাহসী প্রগতিশীলসাংবাদিকতায় তাঁর অবদান যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য যে, সুনামগঞ্জের কৃতি সন্তান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান দীর্ঘদিন ধরেক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।পরে করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার স্ট্রোকহলে তাকেল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু আইসিইউ থেকে আর ফেরা হয়নি পীরহাবিবের। শনিবার বিকেল৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।মরহুমের প্রথম জানাযা শেষে মরদেহ আজ রবিবার সকাল ১১:৩০মিঃ সর্বস্তরের মানুষের জন্য ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারেনেওয়া হবে, পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। আগামীকাল সোমবার দুপুর ১২টায়সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। বেলা ২ঃ০০ ঘটিকার সময় সুনামগঞ্জ কেন্দ্রীয়ঈদগাহে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং মরহুরের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিমপাড়া মাঠে বিকাল ৩ঃ০০ ঘটিকায়সর্বশেষ জানাযার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে বরণ্যে এই সাংবাদিককে শায়িত করা হবে।