সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। আজ শনিবার বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি —রাজিউনি) করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৮০ বছর।তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।