সাংবাদিক রোজিনার মুক্তি দাবীতে লন্ডনে মানববন্ধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: সাংবাদিক রো‌জিনা ইসলামের মু‌ক্তি ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের আলতাব আ‌লী পা‌র্কের শহীদ মিনার চত্বরে দুপুর দুইটায় এ কর্মসূচি শুরু হয়। ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে এক সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতারা এই প্রতিবাদে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

সমাবেশে বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রো‌জিনা ইসলামের দ্রুত মুক্তির দাবি জানান। বক্তারা ব‌লেন, ‘ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন পেশাদার সাংবাদিককে সচিবালয়ে আট‌কে হেনস্তার পর মামলা দি‌য়ে হয়রানির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তি বিরোধী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করাই এসবের উদ্দেশ্য।’

সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিষ্টার না‌জির আহমদ, দর্পন সম্পাদক রহমত আলী, আব্দুল মু‌নিম ক্যারল, লণ্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধক্ষ, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চীফ আ স ম মাসুম, রিয়া হাসান, প্রেসক্লাবের সহ সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার, ‌আহাদ চৌধুরী বাবু, সময় টি‌ভির সো‌য়েব কবীর, মোস্তাক বাবুল, বাংলা ভিশ‌নের আব্দুল হান্নান, আব্দুল বা‌ছিত বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, এনাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম অভি, জয়নাল আবেদিন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, আতিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ।

You might also like