সাংবাদিক সোহেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী ওরফে মিলন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নস্থ দৌলতপুর গ্রামের বাড়িতে আজ সকাল ১০টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ মঙ্গলবার বাদ আসর দৌলতপুর চৌধুরী পাড়ায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডিইউজে’র সভাপতি, দৈনিক যায়যায় দিন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফেরামের সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরী ও মহাসচিব আইয়ুব ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক ফেরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁঞা পৃথক শোকবার্তায় এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

You might also like