সাড়ে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।
৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট-গোয়াইনঘাট রাস্তার আঁটলিহাই-নাইন্দা হাওর রাস্তার সাড়ে ৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে একই ইউনিয়নের বারহাল ফাজিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
বিকেলে তিনি ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সালুটিকর-গোয়াইনঘাট রাস্তায় বঙ্গবীর সেতুর উদ্বোধন করেন। ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের তোয়াকুল সেতুর উদ্বোধন করেন। এছাড়া বিকেল সাড়ে ৪টায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একই সড়কের নওয়াগাওঁ সেতুর উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল আহমদ আমিরুল, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, উপজেলা আ’লীগের সদস্য নাছির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদ, সিনিয়র সহ-সভাপতি তমিজুর রহমান, সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, ইউপি সদস্য জালাল উদ্দিন, আনিস মিয়া, আজির উদ্দিন প্রমুখ।

You might also like