সারের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে : বাসদ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা সার-বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেছে। রোববার রাতে সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের নয়াবাজারে এসব বিতরণ করা হয়।স্থানীয় কৃষক ফ্রন্ট নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিখিল দাশ, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদ নগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সংগঠক আনোয়ার হোসেন, কুটি মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে সার-বীজসহ কৃষি উপকরণ, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানান।

You might also like