সিলেটে ছাত্রদল নেতার মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট প্রশাসনের আশ্বাসে স্থগিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জেলা ছাত্রদল নেতা ও পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের জামিনের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থগিত ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। বিষয়টি ২৩ জানুয়ারি সোমবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম।তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলীকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক সকাল সাড়ে ১০টার পর থেকে ধর্মঘট স্থগিত করা হয়।এরআগে সোমবার ভোর থেকে কারাবন্দী জেলা ছাত্রদল ও পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। ভোর থেকে সিলেট জেলায় গণপরিবহন চলাচল বন্ধ করে তারা কর্মবিরতি শুরু করেন। এতে দুর্ভোগ পড়েন সাধারণ মানুষ।

জানা যায়, ২০১৮ সালের রাজনৈতিক নাশকতার একটি ঘটনায় করা মামলার আসামী জেলা ছাত্রদল ও পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন। গত ৭ ডিসেম্বর নগরির সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গত প্রায় দেড় মাসেও তার জামিন হয়নি।তার জামিনের দাবিতে সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সিলেট জেলায় এবং মঙ্গলবার থেকে সিলেট বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। রোববার ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকে সিলেট জেলায় সব ধরনের বাস, মিনিবাস বন্ধ, অটোরিকশা, লেগুনা ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।আলী আকবর রাজন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম-সম্পাদক। একই সঙ্গে তিনি জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। রোববার সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, ‘দেড় মাস ধরে শ্রমিক নেতা রাজন কারাগারে বন্দী। তার জামিনের জন্য বারবার আবেদন করা হলেও জামিন হচ্ছে না।তিনি বলেন,‘এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। তবুও জামিন না হওয়ায় পরিবহন কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।’

You might also like