সিলেটে পরিবহন ধর্মঘট যাত্রীর চাপ রেলে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্য, মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করাসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে সীমাহীন দূর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই সড়কপথের ভোগান্তি এড়াতে রেলপথে ছুটছেন যাত্রী সাধারণ। রাস্তাঘাটে যানবাহন সংকট, বৈরি আবহাওয়া ও অতিরিক্ত ভাড়ার চাপ এড়াতে ঘরমুখো মানুষেরা ছুটেছেন রেলওয়ে স্টেশনের দিকে। সরেজমিনে সকাল ১১টায় রেল স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। কাউন্টার থেকে সাধারণ যাত্রীরা বিভিন্ন গন্তব্যের টিকিট কিনছেন। কাউন্টারে নির্ধারিত আসনের টিকিট না থাকলেও অনেকেই স্ট্যান্ডিং টিকিট কিনে ট্রেনে উঠছেন। আবার অনেকে নিয়মিত বাসযাত্রা করলেও ধর্মঘটের কারণে ট্রেনের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন।
টিকিট কিনতে আসা জুনেদ আহমদ জানান, আমি নিয়মিত বাস যাত্রা করি। কিন্তু বাস ধর্মঘটের কারণে আমি ট্রেনের টিকিট করতে এসেও নির্ধারিত আসনের টিকিট পাচ্ছিনা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে যদি না পাই তবে সিলেট টু ঢাকার স্ট্যান্ডিং টিকিট কিনব। কারণ আমাকে জরুরি কাজে আজ রাতের মধ্যেই ঢাকা যেতে হবে।সকাল সোয়া ১১ টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী তাসলিমা খাতুন বলেন, সকালে ৬০ টাকার ভাড়া ২০০ টাকা দিয়ে রেল স্টেশনে এসেছি। এসে প্রথমে কাউন্টারে টিকিট পাইনি।পরে একজন যাত্রী টিকিট বাতিল করতে এলে আমি তার টিকিট কিনে নিয়ে রেলভ্রমণ করছি। এখন নিরাপদে ঢাকায় যেতে পারলে যেন হাফ ছেড়ে বাঁচিঁ।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘটের বিষয়ে কোন সুরাহা করতে পারেনি স্থানীয় প্রশাসন।

You might also like