সিলেটে ফের করোনায় মৃত্যু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রাণঘাতি করোনাভাইরাসে আবারও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার ভোররাতে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির বয়স ছিল ৬০ বছর। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান।এদিকে, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১,২৭২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯৫৩, সুনামগঞ্জে ৭৫, মৌলভীবাজারে ৭২ ও হবিগঞ্জে ৪৯ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আরও ১২৩ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ২৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৬ হাজার ৫৮৮, সুনামগঞ্জে ৭ হাজার ১২২, হবিগঞ্জে ৭ হাজার ৬৯৮ ও মৌলভীবাজারে ৯ হাজার ৯৮৭ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়েছে আরও ৬ হাজার ৮৫৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬৬ হাজার ৭৪৩ জন।

You might also like