সিলেটে বিএনপি’র শোভাযাত্রায় হাতাহাতি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে জেলা ও নগর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত শোভাযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে। ২ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে তালতলা ভিআইপি রোডের সুরমা টাওয়ারের সামনে কয়েকজন নেতাকর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে শোভাযাত্রায় কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।তারা জানান, শোভাযাত্রা শুরু হলে হঠাৎ কয়েকজন নেতাকর্মী পরষ্পরের সাথে ধাক্কাধাক্কি শুরু করেন। মূহুর্তের মধ্যে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।এর আগে দুপুর ১২টা থেকে সিলেটের বিভিন্ন উপজেলা ও নগরির বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। এ সময় রেজিস্ট্রারি মাঠ সংলগ্ন এলাকা ছিল জমজমাট।