সিলেটে যুবদলের মিছিলে পটকাবাজিঃ ১জন আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে যুবদলের কালোপতাকা মিছিলে পটকা ফুটানোর ঘটনা ঘটেছে। ২৬ আগস্ট শনিবার বিকেলে নগরির নাগরি চত্বরে (সুরমা পয়েন্ট) এই ঘটনা ঘটে। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী।এদিকে, যুবদলের কালোপতাকা মিছিলে পটকা ফুটানোর ঘটনাকে পরিকল্পিত বলে দাবী করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তিনি দাবী করেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবৈধ লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে শনিবার কালোপতাকা গণমিছিল আয়োজন করে সিলেট নগর বিএনপি। নগরির রেজিস্টারি মাঠ থেকে মিছিল বের করে। এই মিছিলে অংশ নিতে নগরির বিভিন্ন স্থান থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে আসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিকেল সাড়ে ৪টার দিকে জেলা যুবদলের একটি মিছিল নাগরি চত্বর হয়ে রেজিস্টারি মাঠ অভিমুখে আসার সময় নাগরি চত্বরের সামনে হঠাৎ করেই প্রচন্ড শব্দে একটি আওয়াজ আসে। মুহুর্তেই কালো ধোয়া উড়তে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করেন। সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবদলের নেতাকর্মীকে পটকা ফুটানোর অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দেন। তাকে তাৎক্ষণিক আটক করে থানায় পাঠায় তারা।এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনা তদন্ত করে দেখার দাবি জানান।কোতয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, পটকা ফুটানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।

You might also like