সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেটের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন রাত সাড়ে ১১টায় সিলেট মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আটকরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার কাটিপুর গ্রামের আবদুল মালিক রুহেল (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরুরাড়া গ্রামের পারভেজ আহমদ (২৫), সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলার বাবলু আহমদ (২৩) ও বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার মো. কয়েছ (৩০)।
পুলিশ জানায়, ১০ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে সিলেট নগরীর তালতলার নূরজাহান হোটেলের সামনে মৌলভীবাজারের কুলাউড়ার পূর্ব জালালাবাদ গ্রামের ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই ছিনতাইয়ের শিকার হন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।এ ঘটনায় ১২ ডিসেম্বর ওয়াহিদ হোসেনের চাচা হুমায়ুন কিবরিয়া বাবলু (৩৭) বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করেন। পরে কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নির্দেশনায় কোতোয়ালি থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা তিন হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।