সিলেটে ৮৩৭ কোটি টাকা কর আদায়

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সদ্য গত হওয়া অর্থবছরে সিলেট কর অঞ্চল ৮৩৭ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। যা এ কর অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণের হার প্রায় ১০৫ ভাগ।সিলেট কর অঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে সিলেট কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে ৮৩৭ কোটি টাকা।এরআগে, ২০২০-২১ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটি টাকা থাকলেও আহরণের পরিমাণ ছিল প্রায় ৬৮৮ কোটি টাকা।২০২০-২১ অর্থবছরের রাজস্ব আদায়ের তুলনায় এবার ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১.৭০ ভাগ।এ প্রসঙ্গে সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, সিলেট কর অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় সদ্য গত হওয়া অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আমরা সকল করদাতা ও অংশীজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।তিনি জানান, কর প্রদান নিয়ে মানুষের মধ্য থেকে ভীতি দূর করার চেষ্টা চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি কর আদায় সম্ভব হবে।

You might also like