সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দীর্ঘ যানজট
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।শনিবার সকাল ১১টা থেকে আকস্মিক যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে যানজট নিরসনে ওই স্থানে মোগলাবাজার থানা পুলিশের কয়েকটি টিম কাজ করেছে।জানা যায়, দক্ষিণ সুরমার পারাইচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২-২৫-এর ভোট গ্রহণ চলছিল। ভোট গ্রহণকে কেন্দ্র করে অপরিসর আঞ্চলিক মহাসড়কের উভয়পাশে প্রতিদ্বন্ধী প্রার্থীরা তাদের প্রচারণা ক্যাম্প স্থাপন করলে সড়কটি প্রশ্বস্থতা আরো কমে যায়। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে যাতায়াতকারীরা।সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-কুলাউড়া-শ্রীমঙ্গল-শমসেরনগর-জুড়ি-বড়লেখা-মৌলভীবাজার এমন কি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যানবাহন চলাচল করে এই সড়কে। যানজটের কবলে পড়ে প্রখর রোদ ও প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।এদিকে, যানজট নিরসন ও শান্তি-শৃংখলায় রক্ষায় এসএমপি’র মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে ছিলেন বলে জানান ডিউটি অফিসার বিশ্বজিৎ।