সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য

ড. আনিছুর রহমান আনিছ
সত্যবাণী

লন্ডন: সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এ লায়েক বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের নানাবিধ উন্নয়নের সাথে যুক্তরাজ্য প্রবাসিরা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। বিলাত প্রবাসীদের অবদান আমি এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এবং কাউন্সিলরগন সবসময় কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করি।

গতকাল সোমবার বিকালে পূর্ব লন্ডনের স্টিফরড সেন্টারে তার সাথে প্রবাসিদের মতবিনিময় সভায় কাউন্সিলর লায়েক এ কথা বলেন। টাওয়ার হেম্লেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং লিড মেম্বার মতিনুজ্জামানের সভাপতিত্বে এবং বেথনাল্গ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই সভাপতি ডঃ আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুস্টিত মত বিনিময় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন আশিক আহমেদ । অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান এবং বক্তব্য রাখেন কাউন্সিলর রেবেকা সুলতানা, নাজমা হুসেইন এবং হামিদা ইদ্রিস। ক্রেস্ট রপদান করেন সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর শুভ হুসেইন, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক স্পিকার মিজান চৌধুরি, ব্যরিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, সইয়েদ এহসান, সাবেক ভিপি আজ হারুল ইসলাম শিপার, ব্যরিস্টার আবু সুফিয়ান, সানু মিয়া, সাংবাদিক আহাদ চৌধুরি বাবু, বেথনাল্গ্রিন ইস্ট লেবার পার্টির সভাপতি আনওয়ার মিয়া, জাকির হুসেন সেলিম, আব্দুর রহমান, সয়েদ বেলাল আহমেদ, সাদি রহমান, আবু বকর, ময়না মিয়া, লিয়াকত আলি, গিয়াস উদ্দিন, নুমান আহমেদ, হারিক কামালী সহ অনেকে। সভায় বক্তারা সিলেটের সাম্প্রতিক বন্যায় সিলেট শহর প্লাবিত হওয়ায় আগামীতে সিলেট সিটি কর্পোরেশনের করনীয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কাউন্সিলর লায়েক আশা প্রকাশ করেন প্রবাসিদের সহায়তায় এবং সিটি কর্পোরেশনের নিজস্ব এবং সরকারী সহযোগিতায় আগামীতে যেকন দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন আরও কার্যকরী এবং তড়িৎ ভুমিকা পালন করবে।

You might also like