সিসিক নির্বাচন: আনোয়ারুজ্জামান চৌধুরীর ২১ দফা ইশতেহার ঘোষণা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী মো.আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ১৭ জুন শনিবার দুপুর ১টায় নগরির একটি অভিজাত হোটেলের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডনসহ জেলা ও নগর আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইশতেহার ঘোষণার আগে আনোয়ারুজ্জামান বলেন, সিলেটের সমস্যা ও সমাধান জানতে ইতোমধ্যেই আমরা বিভিন্ন শ্রেণী- পেশার নাগরিক, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নগর-বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছি। সেমিনারে অংশ নিয়েছি। অনলাইনে হাজার হাজার মানুষের সুনির্দিষ্ট মতামত, পরামর্শ এসেছে। নির্বাচিত হলে যার অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব। নগরবিদদের মতো আমারও আকাঙ্খা ‘সুন্দর-সমৃদ্ধ সিলেট’। বিশেষজ্ঞ মতামত ও জরিপের কারণে এখন আমি এই শহরের প্রতিটি সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে সচেতন। যেসব সমস্যা ইতোমধ্যেই চিহ্নিত হয়েছে, তা সমাধানে স্বল্প-মধ্যম-দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনাও করেছি আমরা। জনগণ আমাকে নির্বাচিত করলে, ৫ বছরের মধ্যে সিলেট একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে নাগরিকদের সামনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।

নির্বাচনী ইশতেহারে তিনি স্মার্ট নগরভবন, সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট গঠন, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, আধুনিক বর্জ ব্যবস্থাপনা, পরিকল্পিত নগর উন্নয়ন, নিরাপদ ও স্বাস্থকর সিলেট গড়ে তোলা, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষা ও সাংস্কৃতিকবান্ধব, নারীবন্ধব, ব্যবসাবান্ধব নগর গঠন, নগরিতে প্রয়োজনীয় পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, নগরকে যানজট মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রবাসী বান্ধব ও সম্প্রীতির নগর, সামাজিক অপরাধ নির্মূল এবং অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট গঠন, নাগরিক বান্ধব ও তারুণ্যের সিলেট গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রযুক্তির সিলেট গঠন। ২১ দফা ইশতেহার ঘোষণা করে তিনি বলেন ‘আমার সিলেট’ নামক একটি অ্যাপস্ নির্মাণ করা হবে। এই অ্যাপস্’র মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা যেখানে মেয়রের সাথে নাগরিকদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পর্যটকদের জন্য আলাদা গাইড ম্যাপ বা নেভিগেশন ম্যাপ করা হবে। নগরির দর্শনীয় স্থান, এলাকাসমূহকে দৃষ্টিনন্দন করা হবে।

You might also like