সুইডেন আওয়ামী লীগ কর্তৃক ১৫ই আগস্ট শোক দিবস পালন

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুইডেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করে সুইডেন আওয়ামী লীগ। ১৮ই আগষ্ট সুইডেন এর স্টকহোমের সিস্তা হলে সুইডেন আওয়ামী লীগ শোক সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে। শোক সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও যৌথ ভাবে শোক সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আফছার আহমদ,প্রধান বক্তা ছিলেন সুইডেন আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারন সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম।শোক সভায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন সুইডেন আওয়ামী লীগ এর সহ সভাপতি জুলফিকার হায়দার।একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ১৫ই আগষ্টে নিহত শহীদ ও বাংলাদেশে সকল গনতান্রিক আন্দোলন নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সমবেত কন্ঠে জাতিয় সংগীত পরিবেশন করা হয়।শোক সভায় আগত অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।শোক সভায় বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী,সহ-সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাজী কুদ্দুস, আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইফতেখার জুয়েল, সিনিয়র সদস্য জাকারিয়া খন্দকার,সুইডেন যুবলীগের প্রচার সম্পাদক মিন্টু শেখ প্রমুখ।

You might also like