সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু উপজেলা সদরের ঠাকুরহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে দিপা আক্তার।দিপা আক্তার তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।আজ সোমবার বিকেলে পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে ঘরের বাইরে যায় দীপা। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৫টায় বাড়ীর উত্তর পাশে বৌলাই নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে খবর দিলে পরে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের স্বজন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা সায়েম তালুকদার জানান,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।