সুনামগঞ্জে কলিমশাহ শিল্প গোষ্ঠির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের সাদকপুরের কলিমশাহ শিল্প গোষ্ঠির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ই মে সোমবার কলিমশাহ শিল্প গোষ্ঠির আয়োজনে সাদকপুর উসার গাঁও সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলিমশাহ শিল্প গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আজাদ’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,এটি এন বাংলার লন্ডনস্থ অন্তরে বাউল অনুষ্ঠানের পেজেন্টার লন্ডন প্রবাসী নুরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও লন্ডন প্রবাসী সামছুদ্দিন সামাদ, লন্ডন প্রবাসী আব্দুল আজীজ, সুনামগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বীর স¦রন, মোল্লা পাড়া ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, উক্ত সংগঠনের উপদেষ্ঠা আব্দুল হান্নান, লন্ডন প্রবাসী মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সুনামগঞ্জ জেলার সভাপতি শাহজাহান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে নরুল ইসলাম বলেন, বৈশ্বিক নভেল করোনা ভাইরাসে কলিমশাহ শিল্প গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আজাদ, তার এলাকার যত হতদরিদ্র ও ভাইরাসে আক্রান্ত তাদের পরিবারকে তার নিজ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরন করেছে। আর করোনা ভাইরাস ছাড়াও আজাদ’র পরিবার সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিল আর এখনও আছে।