সুনামগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার দিনব্যাপি কর্মসূচির অংশ হিসাবে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় শতাধিক বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বিতরণ করা হয়। বিকেলে সুনামগঞ্জ সদরে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র কাছে ৫ শত প্যাকেট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক আকতার দেওয়ান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, তথ্য ও গবেষনা সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদকমো, গোলাম মোস্তফা, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মো. দ্বীন ইসলাম,যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আল মামুন, সদস্য কাজী মামুন, জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুব আহমদ নিউটন, ছাতক উপজলা শাখার সভাপতি আবুল লেইচ কাহার প্রমুখ। এ সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা বলেন, আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব দেশের বাহিরে রয়েছেন। তারা দেশে ফিরে হেলিকপ্টারে ত্রান সামগ্রী বিতরণ করতে আসবেন। তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে ৫ হাজার প্যাকেট বিতরণ করেছি। গত দুদিন হবিগঞ্জ ও মৌলভিবাজার অনুরুপভাবে জাতীয় পার্টির নেতৃৃবন্দের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

You might also like